
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিবিরহাট এলাকায় রাস্তা পারাপারের সময় গাড়ী চাপায় আম্বিয়া খাতুন (৪৮) নামে এক নারী নিহত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে পপুলার হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এস নায়েক শীলব্রত বলেন, হাসপাতালের সামনে রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় ওই আম্বিয়া গুরুতর আহত হন। মুমূর্ষ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।