চট্টগ্রামের রাউজানে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৬০ বছর বয়সী একবৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহতের নাম সেকান্দার হোসেন। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার ব্রাহ্মণহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত সেকান্দার রাঙ্গুনিয়া থানার পোমরা ইউনিয়নের সৈয়দ আমিনুর রহমানের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুর ১২টার দিকে রাউজানের ব্রাহ্মণহাট এলাকায় বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত একজন বৃদ্ধকে হাসপাতালে আনার পর চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন। এ দুর্ঘটনায় আর কেউ হতাহতের বিষয়টি আমার জানা নেই।