ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

জলিল মন্ডলের নামে ভুয়া পুলিশ কমিশনার সেজে ফেসবুকে প্রতারণা, গ্রেফতার ১

প্রতারক রনি।

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

প্রতারক রনি।

চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি)র সাবেক কমিশনার মোহাঃ আবদুল জলিল মন্ডল এর নামে একাধিক ভুয়া ফেইসবুক আইডি খুলে প্রতারণা এবং বিভিন্ন সাহায্যের নামে অর্থ আদায়, পুলিশের জব্দ করা মোটর বাইক বিক্রির নামে প্রতারণার অভিযোগে রনি (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে। ফেনীর দাগনভূঁইয়া থেকে আজ শনিবার ভোরে প্রতারক রনিকে গ্রেফতার করা হয়েছে বলে জানান নগর গোয়েন্দা পুলিশ।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) ও জনসংযোগ কর্মকর্তা মোঃ আকরামুল হোসেন পাঠক ডট নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দীর্ঘদিন যাবৎ অভিযোগ আসতে ছিল সাবেক সিএমপি পুলিশ কমিশনার মোহাঃ আবদুল জলিল মন্ডল এর নামে ভুয়া ফেইসবুক আইডি খুলে সাধারণ জনগণকে প্রতারিত করা হচ্ছে। এ সংক্রান্তে গতকাল শনিবার জনৈক সুমন বাদী হয়ে ইপিজেড থানায় একটি মামলা দায়ের করেন।

.

বিভিন্ন ভিকটিমের প্রতারণার মৌখিক অভিযোগের প্রেক্ষিতে গত ৩/৪ মাস যাবৎ দেশের বিভিন্ন জায়গায় চট্টগ্রাম মহানগর গোয়েন্দা সোর্স নিযুক্ত করা হয়। গত সেপ্টেম্বর মাসে চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকায় অভিযান চালিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হয়। এরই ধারাবাহিকতায় গত রাত ফেনী শহর এবং দাগনভূঁইয়া থানা এলাকায় অভিযান চালিয়ে রনি নামের এক মোবাইল ব্যবসায়ীকে আটক করা হয়। জব্দ করা হয় তার ২টি মোবাইল ও ৫টি সিম।

গ্রেফতারকৃত রনিকে জিজ্ঞাসাবাদে জানা যায় কাতার প্রবাসী জনৈক নজরুল এর নির্দেশে আটককৃত রনি সংগ্রহকৃত অর্থ বিভিন্ন নাম্বারে বিকাশ করে দিত। নজরুলের সাথে ফোনে যোগাযোগ করে জানা যায়, কাতার প্রবাসী জনৈক আতাউর (চরপাথরঘাট, কর্ণফুলী)  সিএমপির সাবেক আব্দুল জলিল মন্ডল এর নামে ভুয়া ফেইসবুক আইডি খুলে দেশের বিভিন্ন লোকজনের কাছ থেকে প্রতারণা করে অর্থ আদায় করে দাগনভূঁইয়া রনির কাছে পাঠাত। আতাউর এর সাথে যোগাযোগ করা হলে সে দোষ স্বীকার করে ভুয়া ফেইসবুক আইডি খুলেছেন মর্মে স্বীকার করে।

জানাগেছে দীর্ঘদিন ধরে প্রতারক চক্রটি জলিল মন্ডলের নামে ভূয়া ফেসবুক আইডি চালিয়ে মসজিদ, মাদ্রাসা নির্মান, চাকুরী প্রদান, সরকারী জব্দকৃত মোটরবাইক বিক্রয় ইত্যাদি নামে প্রতারণা করে অর্থ আত্মসাৎ করে আসছিল।

 

 

সর্বশেষ

০৯ নং ওয়ার্ড জাসাস কমিটি অনুমোদিত

বাংলাদেশের রাজনীতিতে ৪৭ বছর ⦿বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print