
সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান বলেন, আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে জুলুম নির্যাতনের জবাব দেয়া হবে। বাংলাদেশের মানুষ অপেক্ষায় আছে। সেইদিন বেশি দূরে নয়। বিএনপি জোর করে নয় ব্যালেটের মাধ্যমেই ক্ষামতায় আসবে ইনশাল্লাহ।
মামলা হামলা দিয়ে বেগম খালেদা জিয়া, তারেক রহমান সহ বিএনপি নেতাকর্মীদের কোনঠাসা করে রাখা যাবে না। আমরা আগামী নির্বাচনে প্রস্তুত আছি বাংলার আপামর জনতাকে সাথে নিয়ে।
তিনি বৃস্পতিবার (৩০ নভেম্বর) বিকালে পাঁচলাইশস্থ এম মোরশেদ খানের এভন হাউস বাসভবনে বোয়লখালী উপজেলা বিএনপির উদ্যেগে, বোয়ালখালী উপজেলার আওতাধীন ৯ ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।
সাবেক মন্ত্রী মোরশেদ খান আরো বলেন, দেশ আজ কঠিন সময় পার করতে যাচ্ছে। এক দিকে সন্ত্রাস, খুন হত্যা রাহাজানি অন্যদিকে লুটপাট এ যেন এক বিভীষিকাময় অবস্থা বিরাজ করছে বাংলাদেশে। এ জন্য প্রয়োজন এ সরকারকে বিদায় করা। তাই দেশ রক্ষায় বেগম খালেদা জিয়া যখন যে নির্দেশ দিবে বিএনপির প্রত্যেকটি নেতা কর্মীরা ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে তা পালন করতে হবে। তিনি
রোয়লখালী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোস্তাক আহমদ খানের সভাপতিত্ব সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিন জেলা বিএনপির সাবেক সভাপতি আহমদ খলিল খান, বোয়ালখালী উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ আজিজুল হক চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. শওকত আলম, উপজেলা জেলা বিএনপির সহ-সভাপতি মো. নুরুন্নবী চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ মো. হামিদুল হক মান্নান চেয়ারম্যান, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মো. ইকবাল, পৌর সভা বিএনপির সাধারন সম্পাদক হাজী ইসহাক চৌধুরী, চরখিজিরপর ইউনিয়নের নবগঠিত কমিটির সভাপতি আলহাজ রফিক আহম্মদ সওদাগর, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মো. ইসমাইল, পৌর বিএনািপর সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল ইসলাম মনিক, উপজেলা যুব দলের আহবায়ক মো. আবদুল মান্নান, পৌর সভা যুব দলের সাধারণ সম্পাদক গোলাম হোসেন নান্নু, উপজেলা ছাত্রদলের আহবায়ক মহসিন খোকন, সিনিয়র যুগ্ম আহবায়ক মেহিদী হাসান সুজন, জেলা ছাত্রদলের সাবেক সদস্য এম. কফিল উদ্দিন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. শহিদুল আলম প্রমুখ।