
চট্টগ্রাম রেল ষ্টেশনে মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনের সংবর্ধনা অনুষ্ঠান বাতিল করা হয়েছে। সংবর্ধনা পরিবর্তে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
ঢাকায় অবস্থান করা ডা. শাহাদাত আজ শুক্রবার সন্ধ্যায় ফোন করে সংবর্ধনা অনুষ্ঠান বাতিলের বিষয়টি পাঠক নিউজকে জানিয়েছেন।
জানাগেছে, গত মাসে ফেনীতে বেগম খালেদা জিয়ার গাড়ী বহরে সরকার দলীয় কর্মীরা হামলা চালিয়েছিল। সে ঘটনা ডা.শাহাদাত সহ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে।
গত ২৮ নভেম্বর উচ্চ আদালত থেকে ১০ সাপ্তাহের আগাম জামিন পেয়েছেন শাহাদাত হোসেন। এবং একই সাথে তাকে কেন স্থায়ী দেয়া হবেনা সে বিষয়ে রুল জারি করা হয়।
এদিকে মিথ্যা মামলায় জামিন পাওয়া উপলক্ষে নেতা কর্মীরা আগামী রবিবার চট্টগ্রাম রেল ষ্টেশনে ডা.শাহাদাতের সংবর্ধনা সিদ্ধান্ত নেয়। এ উপলক্ষে প্রস্তুতিও চলছিল।
ডা. শাহাদাত হোসেন জানিয়েছেন, সরকারের নির্দেশ্যে বেগম জিয়ার জামিন বাতিলের প্রতিবাদে আমার সংবর্ধনা অনুষ্ঠান বাতিল করে বিক্ষোভ সমাবেশে করার সিদ্ধান্ত নিয়েছি। তাই রবিবার কোন ধরণের সংবর্ধনা হবে না। আমি রেল ষ্টেশন থেকে সরাসরি নাসিমন ভবনে যাবো। সেখানে ম্যাডামের জামিন বাতিলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। তিনি মহানগরীর সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে রবিবার বিকেল ৩টায় দলের বিক্ষোভ সমাবেশে অংশ নেয়ার অনুরোধ জানান।