ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীরাতুন্নবী (স.) মাহফিল নবী প্রেমিকদের মিলনস্থলের স্বীকৃতি পেয়েছে-এমপি নদভী

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম লোহাগাড়া-সাতকানিয়া আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী বলেন, শাহ মাওলানা হাফেজ আহমদ (র.) প্রকাশ শাহ্ সাহেব কেবলা চুনতি কর্তৃক প্রবর্তিত ১৯ দিনব্যাপী সীরাতুন্নবী (স.) মাহফিল এতদঞ্চলে নবীপ্রেমিক মুসলমানদের মিলনস্থল হিসাবে স্বীকৃতি পেয়েছে। এই মাহফিলের সুনাম ও সুখ্যাতি দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমন্ডলে ছড়িয়ে পড়েছে।

তিনি ১ ডিসেম্বর বাদ জুমা লোহাগাড়া উপজেলার চুনতির ঐতিহাসিক ১৯ দিনব্যাপী ৪৭তম সীরাতুন্নবী (স.) মাহফিলের উদ্বোধন করতে গিয়ে উপরোক্ত কথাগুলো বলেন।

 এম পি নদভী বলেন, বিজ্ঞ-প্রাজ্ঞ আলেম ও ইসলামী স্কলারদের বিষয়ভিত্তিক আলোচনার সূত্রপাত মূলত: এই মাহফিল থেকে শুরু। নিজের মরহুম পিতা আল্লামা ফজলুল্লাহ (রাহ.) কে এই মাহফিলের বিষয়ভিত্তিক প্রোগ্রামের রূপকার আখ্যায়িত করে তিনি বলেন, যুগ ও সময়ের চাহিদা বিবেচনায় এনে বিশেষায়িত আলেমদের দিয়ে তিনি আমৃত্যু স্বয়ং উপস্থিত থেকে মাহফিল পরিচালনা করতেন। তিনি বলেন, ইসলাম শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যরে ধর্ম। জোর জবর দস্তী, নৃশংসতা ও জঙ্গীবাদিতা শান্তির ধর্ম ইসলাম কখনো স্বীকৃতি দেয়না।

তিনি কলমের জিহাদকে সর্বোত্তম জিহাদ হিসাবে আখ্যায়িত করে বলেন, যে কেউ জিহাদ ঘোষনা করতে পারে না। শান্তিপূর্ণ পথ থাকলে কোনো অশান্তির পথে যেতে ইসলাম অনুমোদন করেনি। একশ্রেণির বিভ্রান্ত গোষ্ঠির জিহাদের ভুল ব্যাখ্যা ও অনুশীলনের কারণে ইসলাম ধর্ম বিভিন্ন ভাবে কলঙ্কিত হচ্ছে। পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসাবে স্বীকৃত ইসলাম ধর্মকে নবী করিম (স.) অনুসৃত পন্থায় উপস্থাপনের জন্য আহ্বান জানান।

.

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব ইসমাঈল মানিক।

মাওলানা ক্বারী জালাল মুনিরীর কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান, প্রবীণ আলেম মাওলানা কাজী নাছির উদ্দিন, মাওলানা ছরওয়ার কামাল আজিজি, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চোধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের নেতা ও জেলা পরিষদের সদস্য আনোয়ার কামাল, মোহাম্মদ জসিম উদ্দিন, সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ লিটন, লোহাগাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান পিপিএম, সাতকানিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল হোছাইন, ওসি দোহাজারী হাইওয়ে মিজানুর রহমান, বিশিষ্ট শিল্পপতী আলহাজ্ব আব্দুস শুক্কুর, লায়ন আলহাজ্ব উসমান গণি চৌধুরী, হাজী দেলোয়ার হোছাইন, মাওলানা শাহ আবুল কালাম আজাদ, আব্দুল মালেক বিন দিনার নাজাত, এইচ.এম গণি স¤্রাট, চুনতি ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু, লোহাগাড়া সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুচ্ছফা কোম্পানী, আধুনগর ইউনিয়নের চেয়ারম্যান আয়ুব মিয়া, সাতকানিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান নেজামুদ্দিন, বড় হাতিয়া ইউনিয়নের চেয়ারম্যান এমডি জুনায়েদ, মাদার্শা ইউনিয়নের চেয়ারম্যান আ.ন.ম সেলিম চৌধুরী, ছদাহা ইউনিয়নের চেয়ারম্যান মোসাদ হোছাইন চৌধুরী, কলা উজান ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ, আমিরাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী প্রমুখ।

প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি চুনতি মসজিদে বায়তুল্লায় জুমার নামাজে খুৎবা প্রদান ও ইমামতী করেন।

সর্বশেষ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

ভারত-পাকিস্তান ইস্যুতে আগ বাড়িয়ে মধ্যস্থতা করতে চায় না বাংলাদেশঃ পররাষ্ট্র উপদেষ্টা

সন্ধ্যায় ওসমানী বিমানবন্দর থেকে প্রথমবারের মতো উড়াল দেবে কার্গো ফ্লাইট

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print