
সম্প্রতি চালু হওয়া অনলাইন ভিক্তিক (অ্যাপস) পরিবহন সেবা সংস্থা ‘পাঠাও’ এর একজন মোটর সাইকেল রাইডার ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন। শুক্রবার বিকেল ৪টার দিকে নগরীর হালিশহর থানাধীন আগ্রাবাদ, ছোটপুল (এক্সেস রোড) এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত পাঠাও রাইডারের (চালক) নাম মো. আমিনুল ইসলাম রফিক (২৫)। তিনি নগরীর কোতোয়ালী থানার আসকার দীঘির পাড় এলাকার আবুল কালামের ছেলে।
এলাকার লোকজন নিশ্চিত করেছেন নিহত রফিক ‘পাঠাও’র সখিন চালক ছিলেন।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে পাঠক ডট নিউজ জানান, বিকালে একটি সিমেন্ট কোম্পানীর ট্রাকের ধাক্কায় আমিনুল ইসলাম রফিক নামে এক সাইকেল চালক নিহত হয়েছেন। তিনি ভাড়ায় মোটর সাইকেল চালিয়ে বন্দরের দিকে যাচ্ছিলেন। তার পিছনে একজন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় ওই যাত্রী আহত হয়েছেন।