
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় মো. মোজাম্মেল (৩৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে বড় হাতিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটেছে।
নিহত মোজাম্মেল বড় হাতিয়া ইউনিয়নের চাকফিরানি গ্রামের মৃত মফজলুর রহমানের ছেলে।
ঘটনাস্থলে থাকা লোহাগাড়া থানার উপ-পুলিশ পরিদর্শক (এস আই) সরওয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এস আই সরওয়ার বলেন, ফসলের ক্ষেতে কর্মরতদের জন্য সকালে নাস্তা নিয়ে গিয়েছিলেন মোজাম্মেল। ফেরার পথে দুই পাহাড়ের মাঝে একটি নির্জন স্থানে তাকে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। জায়গাটি একেবারে জনমানবশূন্য হওয়ায় কেউ ঘটনাটি দেখেনি। অন্য ক্ষেতে লোকজন যাবার সময় রক্তাক্ত লাশ দেখে থানায় খবর দেয়। এরপর মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা জানান, পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান বলেন, ‘কারা, কি কারণে মোজাম্মেলকে খুন করেছে সেটা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ আছে তদন্ত করে দেখা হচ্ছে।