
চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানাধীন বড়উঠান ইউনিয়নের প্রবাসীর বাড়িতে ডাকাতির করতে গিয়ে চার নারীকে ধর্ষণের ঘটনার মূল পরিকল্পনাকারীর মো.আব্দুল হান্নান প্রকাশ হান্নান মেম্বার (৪৩)কে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
আজ বুধবার রাত ৮টার দিকে নগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে হান্নান মেম্বারকে গ্রেফতার করা হয়েছে বলে জানান পিবিআই’র অতিরিক্ত পুলিশ সুপার মো, মাঈন উদ্দিন পাঠক ডট নিউজকে নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল গ্রেফতার হওয়া অপর আসামী আবু সামা আজ বুধবার সন্ধ্যায় আদালতে জবানবন্দি দেয়া সময় ডাকাতি ও ধর্ষণ ঘটনার মূল পরিকল্পনাকারী হান্নান মেম্বারের নাম প্রকাশ করার পরপরই তাকে গ্রেফতার করা হয়।
গত ১২ ডিসেম্বর রাতে কর্ণফুলীর বড়উঠান ইউনিয়নের একটি বাড়িতে গ্রীল কেটে ডাকাতি করতে গিয়ে বাড়ির চার নারীকে ধর্ষণ করে ডাকাতরা। চারজনের মধ্যে তিনজন প্রবাসী তিন ভাইয়ের স্ত্রী, অন্যজন তাদের বাড়িতে বেড়াতে আসা ননদ।