
চট্টগ্রামে নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে দু’জনের মৃত্যু হয়েছে। আজ (২৮ ডিসেম্বর) বৃহস্পতিবার সকালে নগরীর সদরঘাট ও চান্দগাঁও এলাকায় পৃথক এ দুটি মৃত্যুর ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন, মোহাম্মদ ইব্রাহিম (৩৩) ও জামশের আলী (৫৫)। পুলিশ ঘটনা দুটি নিশ্চিত করেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই মো. আলাউদ্দিন তালুকদার জানান নিহত জামশের আলী সদরঘাট মাম টাওয়ার নামে এ নির্মাণাধীন ভবনের নিচতলায় কাজ করতে গিয়ে মাটি চাপা পড়ে নিহত হয়েছেন। তিনি কিশোরগঞ্জ জেলার নিকলীর শান্তিপুর গ্রামের মোহাম্মদ বাচ্চুর ছেলে।
এ ছাড়া ইব্রাহিম চান্দগাঁও থানার আল-আমিন আবাসিক এলাকায় জনৈক সেলিমের নির্মাণাধীন ভবনে কাজ করার সময় দুপুরে ভবনের উপর থেকে পড়ে গুরুতর আহত হন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।