
ছিনতাই করে পালানোর সময় তিন ছিনতাইকারীকে ধাওয়া দিয়ে আটক করে র্যাব এর একটি দল। আটককৃতরা হলো, মোঃ আহসান উল্লা হাবিব (১৯), মোঃ সোহেল (২০), মোঃ মানিক (২৫)। সোমবার রাতে নগরীর চকবাজার থানাধীন গনি বেকারী কলেজ রোডস্থ মর্ডান গনি বেকারীর সামনে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সিনিয়র সহকারি পরিচালক মিমতানুর রহমান বলেন, কতিপয় ছিনতাইকারী ছিনতাই করার উদ্দেশ্যে অবস্থান করেছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল উক্ত এলাকায় অবস্থান নেয়। র্যাবের আভিযানিক দল উক্ত এলাকায় অবস্থান করা কালীন সময়ে ছিনতাইকারীরা জোরপূর্বক একটি সিএনজি থামিয়ে যাত্রীদের নিকট হতে মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে দৌড়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ধাওয়া করে তিনজনকে আটক করে। আটককৃতদের চশবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।