
বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টির কারনে পাহাড়ি ঢলে বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম ও রাঙামাটির সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (১২ জুন) সকাল থেকে বান্দরবান- চট্টগ্রামের কেরানীহাট সড়কের আশপাশের খাল বিল ভরাট হয়ে সড়কের প্রায় ৩-৫ ফুট উপরে পানি উঠে বান্দরবানের সঙ্গে চট্টগ্রামের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
বান্দরবান সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সজীব আহমেদ জানান, গত রাতে প্রবল বৃষ্টির কারনে বান্দরবনের প্রধান সড়কটি ডুবে গেছে। আপাতত চট্টগ্রাম ও রাঙামাটি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
এদিকে ভারী বর্ষণের কারণে জেলা শহর ও আশ-পাশের কয়েকটি এলাকায় ছোটখাট পাহাড় ধসের ঘটনা ঘটেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মাতামুহুরী নদীর পানি বাড়ায় লামা উপজেলা বাজারে নদীর পানি প্রবেশ করেছে।
এ বিষয়ে বান্দরবান জেলা প্রশাসক মো. আসলাম হোসেন সাংবাদিকদের বলেন, প্রতিটি উপজেলায় প্রশাসনের পক্ষ থেকে মাইকিংসহ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাহাড়ি এলাকা থেকে লোকজনদের সরে যেতে বেশ কিছু উদ্যোগও নেওয়া হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে ।