
চট্টগ্রাম মহানগরীর লালখান বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত যুবকের নাম আবদুল মজিদ জুয়েল (২৬)। বৃহস্পতিবার রাতে ট্রাক টাপা পড়ে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত মজিদ জুয়েল ঢাকার ডেমরার বাসিন্দা জামাল উদ্দিনের ছেলে এবং ইস্টার্ন রিফাইনারির কর্মী বলে জানা গেছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন জানান, সোয়া ১২টার দিকে আবদুল মজিদ জুয়েল এক বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে চড়ে হালিশহরের বাসায় ফিরছিলেন। তারা কাজীর দেউড়ি থেকে লালখান বাজারের দিকে যাওয়ার সময় ইস্পাহানি মোড়ের আরেকটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগলে পেছনে বসা জুয়েল রাস্তায় ছিটকে পড়েন। এ সময় দ্রুতগতির একটি ট্রাক আহত জুয়েলকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন।
এরপর তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়ে দেওয়া হয়।