
জেলার বাঁশখালীতে বন্যহাতির আক্রমনে মরিয়ম খাতুন নামে (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো একজন। আজ বৃহস্প্রতিবার ভোরে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড রাজামুড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত মরিয়ম খাতুন একই এলাকার ছিদ্দিক আহমদ আহমদের স্ত্রী। এছাড়া আহত শফিকুল ইসলাম নতুন পাড়া এলাকার আবদুল কুদ্দুছের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম পাঠক ডট নিউজকে বলেন, ভোরে বাঁশখালীতে বন্য হাতির আক্রমণে গুরুতর আহত ২ জনকে হাসপাতালে আনার পর মরিয়ম খাতুন নামে একজন মারা যান। শফিকুল ইসলাম নামে একজনকে ২৮ নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।