
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধিঃ
বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড ও আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের তৃণমূলের বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ সেপ্টম্বর) দিনব্যাপী নোয়াখালীর বেগমগঞ্জ চৌরাস্তা সংলগ্ন সেন্ট্রাল কমিউনিটি সেন্টারে উপজেলার ১৬ ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক সহ প্রায় দুই শতাধিক তৃণমূল নেতাদের সাথে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ কিরন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি কিরন বলেন, বঙ্গবন্ধুর পরে শেখ হাসিনা নেতৃত্বে বাংলাদেশে সকল জেলায় উন্নয়ন চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতায় আমার নিবার্চনীয় এলাকায় রাস্তার ঘাট, পুল-কালভার্ট, স্কুল-কলেজ, মসজিদ-মাদরাসার অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন করছি। এ উন্নয়ন ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও নৌকার প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান তিনি তৃলমূলের নেতাদের।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্বা ডা. এবিএম জাফর উল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা ও পৌর আওয়ামীলীগের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ তৃণমূলের নেতৃবৃন্দ।