
চট্টগ্রাম নগরীর খুলশী থানার ঝাউতলা বাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবক হৃদয় খুনের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো,সাব্বির ও রনি।
শনিবার মধ্যরাতে খুলশী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে খুলশী থানার ওসি নাসির উদ্দিন পাঠক ডট নিউজকে বলেন, হৃদয় খুনের ঘটনায় তার মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। মামলা দায়েরের পর দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।