
বহির্নোঙ্গরে অবস্থানরত মাদার ভেসেল থেকে স্ক্র্যাপ (লোহার গুড়া) নিয়ে উপকূলে ফেরার পথে শনিবার দুপুরে একটি লাইটারেজ জাহাজ সাগরে ডুবে যায়।
যুক্তরাষ্ট্র থেকে আমদানীকৃত বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলের (বিএসআরএম) ৪০০ টন লোহার‘ স্ক্র্যাপ ভর্তি ‘এম ভি চর শ্যামাইল’ নামের লাইটারেজ জাহাজটিকে একটি মাদার ভেসেল ধাক্কা দিলে সেটি স্ক্র্যাপসহ ডুবে যায়।

এনিয়ে গতকাল শনিবার “চট্টগ্রাম বন্দরে পণ্যবাহি লাইটারেজ জাহাজ ডুবে গেছে” শীর্ষক রিপোর্ট প্রকাশিত হয়েছিল।
ডুবে যাওয়ার সময় মোবাইল ফোনে ধারণ করা একটি ভিডিও পাঠক ডট নিউজের হাতে এসেছে। পাঠকদের সুবিধার্থে সাগরে জাহাজ ডুবির সেই দুর্লভ ভিডিওটি এখানে দেয়া হলো।