
চবি প্রতিনিধিঃ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজতত্ব বিভাগের সহকারী অধ্যাপক মাইদুল ইসলামকে কারাগারে পাঠানোর প্রতিবাদে কালো ব্যাজ ধারণ করে পরীক্ষায় অংশ দিয়েছে বিভাগের ৪৮ তম ব্যাচের (মাস্টার্স) শিক্ষার্থীরা।
আজ রবিবার (৩০ সেপ্টেম্বর) ১১ টা থেকে ৩ টা পর্যন্ত অনুষ্ঠিত ওই ব্যাচের টার্মিনাল পরীক্ষা চলাকালে এমন প্রতিবাদ জানানো হয় ।
নাম প্রকাশ না করা শর্তে একাধিক পরীক্ষার্থী পাঠক ডট নিউজকে বলেন, আমরা মনে করি মাইদুল ইসলাম স্যারকে যে মামলায় কারাগারে নেওয়া হয়েছে সেটা ভিত্তিহীন। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের মত প্রকাশের স্বাধীনতা থাকতেই পারে। তাই আমরা চাই মাইদুল ইসলাম স্যারের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে সেটা নিষ্পতি হোক এবং তাকে নিঃশর্তে মুক্তি দেওয়া হোক। যদি দ্রুত তার মুক্তি দেওয়া না হয় তাহলে আমরা সব ব্যাচ মিলে ক্লাস বর্জনের ঘোষণা দিবো।
উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরব ছিলেন শিক্ষক মাইদুল ইসলাম। তার একটি ফেসবুক পোস্টে প্রধান মন্ত্রীকে কটূক্তি করার অভিযোগ এনে গত ২৩ জুলাই হাটহাজারী থানায় মাইদুল ইসলামের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা করেন এক সাবেক ছাত্রলীগ কর্মী। গত ২৪ সেপ্টেম্বর শুনানি শেষে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে আত্ন-সমর্পন করে জামিন চাইলে জজ মো. ইসমাইল হোসেন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।