
মহানগরীর কালুরঘাট এলাকায় ট্রাক চাপা পড়ে ধাক্কায় কমল দেব (৩৫) নামে এক মোটর সাইকেল মেকানিকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে বাদামতল এলাকায় এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাহরুল ইসলাম পাঠক ডট নিউজকে জানান বলেন, কালুরঘাট ট্রাক চাপা পড়ে আহত একজনকে রাত পৌনে ১১টায় কমলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ব্যাক্তির নাম কমল দেব। তিনি পেশায় মোটরসাইকেল মেকানিক। তার বাড়ী বাঁশখালীর সাধনপুরে।