
চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার পূর্ব বাকলিয়া এলাকায় অভিযান চালিয়ে ৫৪ কেজি গাঁজা ও ৫ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীতে গ্রেফতার করেছে র্যাব-৭।
গতকাল বুধবার রাতে র্যাব এ অভিযান চালায়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়র নাম মো. সেলিম (৪৪)। অভিযানের সময় একটি মাইক্রোবাসও জব্দ করেছে র্যাব সদস্যরা।
র্যাব-৭ চট্টগ্রামের এর সিনিয়র সহকারী পু্লিশ সুপার মিমতানুর রহমান বিষয়টি নিশ্চিত করে পাঠক ডট নিউজকে বলেন-রাতে গোপন সংবাদের ভিক্তিতে অভিযান পরিচালনা করে বিপুল গাঁজা ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটা মাইক্রোবাসও জব্দ করেছে র্যাব। গ্রেফতার করা হয়েছে এক মাদক ব্যবসায়ীকে।
তাদের বাকলিয়া থানায় হস্তান্তর করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।