ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বাংলাদেশ ও ভারত সীমান্তে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার প্রত্যাশার

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সীমান্তে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার প্রত্যাশার কথা জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)’র এর প্রতিনিধি দলের সদস্যরা।

আজ বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারী) চট্টগ্রাম নগরীর হালিশহরে বিজিবির দক্ষিণ-পূর্ব রিজিয়ন সদর দফতরে চারদিন ব্যাপী সীমান্ত সংক্রান্ত সম্মেলনের শেষ দিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান।

সংবাদ সম্মেলনে- সীমান্ত হত্যা বন্ধ করা, গুলিবর্ষণ রোধ করা, মাদক ও অস্ত্র চোরাচালান রূখতে কার্যকর ব্যবস্থা নেয়া, নারী ও শিশু পাচার রোধ করা এবং সীমান্তের ১৫০ গজের মধ্যে বিভিন্ন নির্মাণ, উন্নয়ন কার্যক্রম ও সীমান্ত চুক্তি সঠিকভাবে অনুসরণ বিষয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)’র খোলামেলা আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

ফেনী নদীতে পানিবন্টন নিয়ে এক প্রশ্নের প্রসঙ্গে ব্রিগেডিয়ার জেনারেল মো. আমিরুল ইসলাম শিকদার বলেন, ‘ফেনী নদীর পানি বন্টনের বিষয়ে যৌথ নদী কমিশনের মাধ্যমে এটির কাজ হচ্ছে। তবে যেটুকু পানি নিয়ে যাওয়ার কথা তার চেয়ে বেশি নিয়ে যাওয়া হচ্ছে। বিষয়টি আমরা তাদের জানিয়েছি। এবিষয়ে সম্পূর্ণভাবে যৌথ নদী কমিশনের উপর নির্ভর করছে।’

ব্রিগেডিয়ার জেনারেল মো. আমিরুল ইসলাম শিকদার বলেন, ‘ভারত আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র। আমরা সবসময় ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে ঐতিহ্য ধরে রেখে কাজ করি।’

সংবাদ সম্মেলনে বিএসএফ মিজোরাম ও কাচার ফ্রন্টিয়ারের মহাপরিদর্শক ড. কানহু চরণ মাহালি বলেন, ‘মাদক-অস্ত্রসহ সব ধরনের চোরাচালান ও অপরাধমূলক কর্মকান্ডের ব্যাপারে কঠোর অবস্থান আছে বিএসএফ। সীমান্ত দিয়ে বাংলাদেশে মাদক প্রবেশ বন্ধে বিজিবি ও বিএসএফ যৌথভাবে কাজ করছে।’

এসময় উপস্থিত ছিলেন, বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এএসএম আনিসুল হক, অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজেদুর রহমান, বিএসএফ ত্রিপুরা’র মহাপরিদর্শক সলমন ইয়াশ কুমার, মেঘালয়’র মহাপরিদর্শক কুলদীপ সাইনি।

এর আগে, ১১-১৪ ফেব্রুয়ারী দক্ষিণ-পূর্ব রিজিয়ন সদর দফতরে চারদিনব্যাপী সীমান্ত সংক্রান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রতিবছর ছয় মাস পর পর নিয়মিত এই সীমান্ত সম্মেলন করা হয়।

সর্বশেষ

০৯ নং ওয়ার্ড জাসাস কমিটি অনুমোদিত

বাংলাদেশের রাজনীতিতে ৪৭ বছর ⦿বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print