চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় মো. শাকিল (৪২) নামে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় নিহতের বন্ধু আলাউদ্দিন তালুকদার (৩৯) নামে একজন আহত হয়েছেন।
শনিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় নানুপুর-খিরাম সড়কের জিপের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।নিহত শাকিল খিরাম ইউনিয়নের মগকাটা এলাকার আবদুল কাদেরের পুত্র।
ফটিকছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন জানান,আজ সকালে জিপের সাথে মোটরসাইকেল সংঘর্ষে শাকিল ও আলাউদ্দিন গুরতরত আহত হয় ।তাদের উদ্ধার করে ফটিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন এবং আলাউদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
