ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বিয়ের শাড়ি কেনার সময়

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

বিয়ের শাড়িতে

বিয়ের মাধ্যেমে মানুষের নতুন জীবন শুরু হয়। বিয়ের দিনটিতে বউ থাকে সব আয়োজনের মধ্যমণি। প্রতিটি মেয়েই এই দিন নিজেকে নিখুঁত, সেরা বউ রূপে দেখতে চান।

বউ-বরের সামগ্রিক সৌন্দর্যের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাখে তাদের সাজ-পোশাক। বিশেষ আকর্ষণ থাকে নতুন বউ-এর শাড়ি নিয়ে। বিয়ের শাড়ি কেনার সময় থাকতে হয় অনেক সচেতন, মাথায় রাখতে হয় অনেক কিছু। ফ্যাশন হাউস স্টুডিও এমদাদের স্বত্বাধিকারী বরেণ্য ফ্যাশন ডিজাইনার এমদাদ হক বিয়ের কনের শাড়ি কেনার সময় যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে বলে মনে করেন:

এমদাদ হক বলেন, শাড়ি কেনার সময় প্রথমেই গুরুত্ব দিতে হবে ফেব্রিকের ওপর। দেশি বেনারসি বা জামদানির মধ্যেই আজকাল বউরা শাড়ি বেছে নেন। বেনারসির ক্ষেত্রে কাপড় মোলায়েম দেখে শাড়ি বাছাই করতে হবে। দীর্ঘ সময় বউকে এই শাড়িতে থাকতে হয়, এটা আরামদায়ক না হলে, সারাক্ষণ অস্বস্তি ও কষ্ট হবে।

শাড়িতে জরির কাজের ব্যবহার থাকলেও খুব জমকালো কাজের পরিবর্তে হালকা কাজের শাড়ি নেয়ার পরামর্শ দেন তিনি।

আমাদের দেশে সাধারণত লাল, মেরুন ট্রেডিশনাল রঙের শাড়ি পরতেই পছন্দ করেন সবাই। তবে নীল, গোলাপী, সোনালী বা সবুজ রং-ও পরা যায়। কনের গায়ের রঙের সঙ্গে যেই রং খুব ভালো মানায়, সেই রঙের শাড়িই পরা উচিত। বিয়ের মতো বিশেষ দিনে এক্সপেরিমেন্ট না করাই ভালো।

এমদাদ আরও বলেন, কেউ যদি জামদানি শাড়ি পরতে চান, তবে একটি ভালোমানের বিয়ের শাড়ি তৈরি করে নিতে লাখ টাকার ওপরে প্রয়োজন হয়, সেক্ষেত্রে বাজেটের মধ্যে ভালো শাড়ি পেতে সাধারণ শাড়ির দোকান বা তাঁতির কাছ থেকে শাড়ি কিনে লেস, পাড় বসিয়ে পছন্দমতো ডিজাইনের ব্লক বা এমব্রয়ডারি করে নিলেই হয়ে গেল বিয়ের দিনে পরার জমাকালো এক্সক্লুসিভ শাড়ি।

ব্লাউজের কথা ভুলবেন না, হুম এটা খুব জরুরি, শাড়ির সঙ্গে মানানসই সঠিক মাপের সুন্দর শেপের ব্লাউজ বানিয়ে নিন। অবশ্যই পরে দেখুন সব ঠিকঠাক আছে কিনা।

বন্ধু এবং পরিবারের সদস্যদের নিয়ে উইন্ডো শপিংয়ের জন্য যান। মানে না কিনে আগে থেকে ঘুরে ঘুরে দেখে আইডিয়া নিন। আপনার পছন্দের ডিজাইন, উপকরণ, রং এবং বাজেটের মধ্যে কোন শাড়িটি পছন্দ হয়। প্রয়োজনে ছবি তুলে নিন কয়েকটির, এরপর সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিন।

বিয়ের শাড়ি বলে কথা, একদমই তাড়াহুড়ো নয়, সময় নিয়ে অবশ্যই বর-কনে দু’জনের পছন্দকে গুরুত্ব দিয়ে নতুন জীবন শুরু করুন-বিয়ের শাড়িতে।

সর্বশেষ

সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে

নারী সাংবাদিকের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য ⦿ফ্যাসিবাদী গোষ্ঠীর বিরুদ্ধে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থার দাবি

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print