t ইরাকে মার্কিন সেনাঘাঁটিতে ফের রকেট হামলা – পাঠক নিউজ

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ইরাকে মার্কিন সেনাঘাঁটিতে ফের রকেট হামলা

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

ইরাকের মার্কিন সেনাঘাঁটিতে আবার হামলা হয়েছে। রোববার বাগদাদের উত্তরে আল-বালাদ বিমান ঘাঁটিতে পরপর ছয়টি রকেট হামলার ঘটনা ঘটেছে। এই দিনের হামলায় ইরাকি বিমান বাহিনীর চারজন কর্মী জখম হয়েছেন বলে সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা এএফপি ও আল জাজিরা জানিয়েছে। তবে আমেরিকান হতাহত সম্পর্কে এখন পর্যন্ত কোনো খবর জানা যায়নি।

ইরাকের রাজধানী বাগদাদ থেকে ৫০ কিলোমিটার উত্তরে আল-বালাদ বায়ুসেনা ঘাঁটি অবস্থিত। এখানে মার্কিন সেনাবাহিনীর একটি বেস আছে। এ দিন স্ট্যাটিজিকভাবে গুরুত্বপূর্ণ এই সেনাঘাঁটির অভ্যন্তরের রানওয়েতে পরপর ছয়টি রকেট এসে পড়ে।

ইরানের সঙ্গে সম্প্রতিক তিক্ততার জেরে সম্প্রতি ইরাকের মাটিতে আরো সতর্ক হয়েছে পেন্টাগন। যে কারণে এই ঘাঁটি থেকে অধিকাংশ মার্কিন সেনাকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছিল বলে সামরিক সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য, স্থানীয় সরকারকে সহায়তার জন্য ইরাকের বিভিন্ন ঘাঁটিতে বর্তমানে প্রায় ৫,০০ মার্কিন সামরিক সদস্য মোতায়েন আছেন।

মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে। মার্কিন ড্রোন হানায় ইরানের কুদস বাহিনীর প্রধান কাসেম সুলাইমানির মৃত্যুর পরে তা তলানিতে এসেছে ঠেকেছে। এর বদলা নিতে ইরান শুরু করে প্রত্যাঘাত। সম্প্রতি ইরাকে দু’টি মার্কিন সেনাঘাঁটিতে এক ডজন মিসাইল হামলা চালায় তেহরান। এখানেই খান্ত না থেকে কয়েকদিন আগে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনি হুমকির সুরে বলেছিলেন, ‘মিসাইল হামলা শুধু আমেরিকার গালে থাপ্পড় ছিল। বদলা এখনো বাকি।’ সেই আবহে ইরাকের আরো একটি মার্কিন সেনাঘাঁটিতে হামলার ঘটনা ঘটল।

বাগদাদের উত্তরে আল-বালাদ মার্কিন ঘাঁটিতে রকেট হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। তবে এই হামলার নেপথ্যে ইরানের হাত থাকতে পারে বলে মনে করা হচ্ছে। ইরাকের মার্কিন ঘাঁটিতে এই দিনের হামলার ঘটনা মার্কিন-ইরান সম্পর্কে নয়া তিক্ততার সৃষ্টি করবে বলেই মত পর্যবেক্ষক মহলের।

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print