ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

শাবানা আজমির মৃত্যুকামনা করে পোস্ট দেয়ায় স্কুল শিক্ষিকা বহিস্কার

সড়ক দুর্ঘটনায় আহত শাবানা আজমি।

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

সড়ক দুর্ঘটনায় আহত শাবানা আজমি।

গত ১৮ জানুয়ারি মুম্বাইয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন কিংবদন্তি অভিনেত্রী শাবানা আজমি।

এমন দুঘর্টনাকবলিত হয়েও সহমর্মিতা না পেয়ে উল্টো নানা কটাক্ষের স্বীকার হয়েছেন তিনি।

বিশেষকরে ক্ষমতাসীন বিজেপি সমর্থকরা এই অভিনেত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটাক্ষ করতে থাকেন।

ভারতের ডানপন্থীদের অনেকে এ দুর্ঘটনাকে শাবানার ‘কর্মফল’ বলেও মন্তব্য করেন।

এবার সেসব নিন্দুককেও ছাপিয়ে গেলেন এক স্কুল শিক্ষিকা। সোশ্যাল মিডিয়ায় শাবানা আজমির মৃত্যু কামনা করে একটি পোস্ট দেন তিনি।

বিষয়টি স্কুল কর্তৃপক্ষের নজরে আসে ও তাকে এজন্য বহিস্কার করেছেন তারা।

বহিস্কার আদেশে স্কুল কর্তৃপক্ষ লিখেছে, একজন স্কুল শিক্ষিকা কতটুকু নিচু মানসিকতা ও হিংস্র হলে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন পোস্ট করতে পারে। এমন শিক্ষক থেকে কোমলমতি শিক্ষার্থীরা ভালো কিছু শিখে হিংস্রতাই শিখবে। বিষয়েটি বিবেচনা করে তাকে বহিস্কার করা হলো।

ভারতীয় সংবাদমাধ্যম এই সময় জানিয়েছে, পঞ্চাশোর্ধ্ব ওই শিক্ষিকা গ্রেটার নয়ডার দাদরি এলাকার একটি স্কুলে পড়ান।

স্কুল কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্ত শিক্ষিকা উত্তরপ্রদেশের সরকারি কর্মীদের পরিষেবা নিয়মাবলী লঙ্ঘন করেছেন। তাই অনির্দিষ্টকালের জন্য তাকে সাসপেন্ড করা হয়েছে।

এরইমধ্যে শিক্ষা দফতর ঘটনার তদন্ত শুরু করেছে। তদন্তচলাকালীন তিনি সাসপেন্ডই থাকবেন বলে জানান স্কুলটির এক শিক্ষক।

উল্লেখ্য, সম্প্রতি ভারতে পাস হওয়া বিতর্কিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সরব হয়েছেন শাবানা আজমি। তাই এমন দুর্ঘটনায় পরও হৃদয় কাঁপেনি বিজেপি নেতাকর্মীদের। সরকার বিরোধী হওয়ায় হাসপাতালের বেডে শুয়েও নানা আপত্তিকর মন্তব্য শুনতে হয়েছে শাবানাকে।

প্রসঙ্গত গত ১৮ জানুয়ারি বিকেল সাড়ে তিনটার দিকে মুম্বাই থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে খালাপুরে একটি ট্রাক সজোরে অভিনেত্রীর গাড়িতে ধাক্কা দেয়। গাড়িতে থাকা তার স্বামী গীতিকার জাভেদ আখতার চোট না পেলেও গুরুতর জখম হন শাবানা। শাবানাকে উদ্ধার করে মুম্বাইয়ের এমজিএম হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই তার চিকিৎসা চলছে।

সর্বশেষ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

ভারত-পাকিস্তান ইস্যুতে আগ বাড়িয়ে মধ্যস্থতা করতে চায় না বাংলাদেশঃ পররাষ্ট্র উপদেষ্টা

সন্ধ্যায় ওসমানী বিমানবন্দর থেকে প্রথমবারের মতো উড়াল দেবে কার্গো ফ্লাইট