
চট্টগ্রামের রাউজানে সাবেক পুলিশ সদস্য ও মুক্তিযোদ্ধা একেএম নুরুল আজম চৌধুরী (৭২) কে গলা কেটে হত্যার ঘটনায় শেখ সোহরাব হোসেন (২৬) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহ্নত ধারালো অস্ত্র।
গতকাল রবিবার রাতে রাউজানের পথেরহাট এলাকায় অভিযান চালিয়ে সোহরাবকে গ্রেফতার করা হয়েছে বলে জানান র্যাব-৭ এর কর্মকর্তারা।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি কাজী মো. তারেক আজিজ জানান, মুক্তিযোদ্ধা নুরুল আজম হত্যার রহস্য উদঘাটন করেছে র্যাব। এ হত্যাকাণ্ডের সাথে জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য গত শনিবার (০৮ ফেব্রুয়ারী) বেলা ১২টার দিকে রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের হারপাড়া গ্রামে মুক্তিযোদ্ধা ও পুলিশের সাবেক সদস্য নূরুল আজমকে গলাকেটে হত্যা করে মাথা বিচ্ছিন্ন করে ফেলে। এবং হাতের কব্জি কটে ফেলে। পরে পুলিশ
স্থানীয় একটি প্রাথমিক স্কুলের পাশের ডোবা থেকে এ কে এম নুরুল আজম চৌধুরী (৬৮) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করার কথা জানায় পুলিশ।