
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
নামজারী খতিয়ান সৃজনের জন্য হাটহাজারী পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন এর স্বাক্ষর জাল করে ওয়ারিশ সনদ তৈরী করতে গিয়ে ধরা পড়েছে দুই প্রতারক। অত্যন্ত সুকৌশলে পৌর প্রশাসকের স্বাক্ষর জাল করে সেই ওয়ারিশ সনদ দিয়ে ভূমি অফিসে নামজারী খতিয়ান করার চেষ্টা করছিল কনক মজুমদার ও মোহাম্মদ রহিম নামে দুই ব্যক্তি।
গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও রুহুল আমীন রবিবার দুপুরে হাটহাজারী ভূমি অফিস থেকে জাল ওয়ারিশ সনদ সহ তাদের আটক করেন। আটককৃতদের সহকারী কমিশনার ভূমি সম্রাট খীসার কাছে হস্তান্তর করা হলে তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ঐ প্রতারকদের দুই মাসের কারাদন্ড প্রদান করেন।
পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, এই ধরণের প্রতারণার বিষয়ে জানতে পেরে বৃহস্পতিবার থেকেই হাতেনাতে ধরার চেষ্টায় ছিলাম। অবশেষে তাদের ধরলাম।
