
চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ । অভিযানে গ্রেফতার করা হয় ৭৫ জন আসামকে। উদ্ধার করা হয় ৩,৬৫১ পিস ইয়াবা ট্যাবলেট, ১২২ লিটার মদ ও ১১.৬ কেজি গাঁজা, ৫ ভরি রুপা, ১টি স্বর্ণের আংটি ও ১টি ট্রাক।
শনিবার ভোর থেকে রবিবার ভোর পর্যন্ত এ অভিযান চালায় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (মিডিয়া) আনোয়ার হোসেন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ১০টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে জিআর ০৫ জন, সিআর ১২ জন আসামীকে।
এছাড়াও চট্টগ্রাম মহানগর এলাকায় ট্রাফিক আইন ভঙ্গের কারণে ট্রাফিক বিভাগ কর্তৃক ৬৩৮টি মামলা রুজু হয়। এর মধ্যে সিএনজি সংক্রান্ত মামলার সংখ্যা ১৪৭টি। বিগত ২৪ ঘন্টায় কাগজপত্র বিহীন গাড়ী আটক ৪৬টি, তন্মধ্যে সিএনজি আটক ১৪টি।