t চসিক নির্বাচনে ধানের শীষের পক্ষে সেচ্ছাসেবক দলের ব্যাপক গণসংযোগ  – পাঠক নিউজ

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চসিক নির্বাচনে ধানের শীষের পক্ষে সেচ্ছাসেবক দলের ব্যাপক গণসংযোগ 

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চসিক নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের ধানের শীষের সমর্থনে বিপুল সংখ্যক নেতাকমী নিয়ে গণসংযোগ করেছে নগর স্বেচ্ছাসেবক দল।

১৬ মার্চ সোমবার বিকালে গণসংযোগটি নগরীর ওয়াসা মোড়, আলমাস সিনেমা, কাজির কাজির দেউরী মোড়, নূর আহমদ সড়ক, আমতলা, নিউ মার্কেট মোড়, স্টেশান রোড় হয়ে নতুন রেলওযে স্টেশান রোড়ে শেষ হয়।

এর আগে প্রধান অথিতির বক্তব্যে-কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুবের রহমান শামিম বলেছেন,ডা. শাহাদাত হোসেনের ধানের শীষের পক্ষে যেখানেই গণসংযোগে যাচ্ছি জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি। ধানের শীষের পক্ষে এখন গণজোয়ার সৃষ্টি হয়েছে। চট্টগ্রামবাসী জেগে উঠেছে। এই গণজোয়ার দেখে সরকার দলীয় প্রার্থী ও সমর্থকদের মনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। নির্বাচনী আচারণ বিধি লঙ্গন করে তারা পুলিশ প্রটোকল নিয়ে প্রচারণা চালচ্ছে। বিভিন্ন জায়গায় রাতের আধারে আমাদের প্রাথীর পোস্টার ছিড়ে ফেলছে। প্রচারণায় বাধা দিচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, ভায় ভীতি দেখিয়ে, পোস্টার ছিড়ে সাধারন মানুষের এই অগ্রযাত্রা কোন অপশক্তি দমিয়ে রাখতে পারবেনা। নিজেদের ভোটাধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে । তিনি ডা. শাহাদাত হোসেনকে বিজয়ী করতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের অগ্রনী ভুমিকা পালনের আহবান জানান।

প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, আন্দোলন মানে অধিকার আদায়ের সংগ্রাম। বেগম খালেদা জিয়া জনগনের অধিকার আদায়ের সংগ্রাম করতে গিয়ে রাষ্ট্রীয় রোষানলে ষড়যন্ত্রের রায়ে কারাবন্দি। চসিক নির্বাচনে অংশ নিয়েছি ভোটাধিকার প্রতিষ্ঠা করতে। ভোটাধিকার প্রতিষ্ঠিত হলেই আমাদের কাঙ্খিত বিজয় আসবে। তিনি বলেন, বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অনেক রাষ্ট্রীয় সন্ত্রাস হয়েছে, কোন ষড়যন্ত্র আমাদের বাধা হয়ে দাঁড়াতে পারে নাই। ডাঃ শাহাদাত হোসেনকে একজন সৎ, যোগ্য, রাজনীতিবিধ নয় একজন সমাজসেবক ও সবার পরিচিত মূখ। সকল ভেদাবেধ ভুলে ভয় ভীতি উপেক্ষা করে ঐক্যবন্ধ হয়ে তার জন্য কাজ করতে হবে।

সভাপতির বক্তব্যে এইচ এম রাশেদ খান বলেন, অবৈধ সরকারের সকল অনৈতিক কর্মান্ডের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলকে ভ্যানগার্ডের ভুমিকা পালন করতে হবে। আগামী ২৯ মার্চ চসিক নির্বাচনে সকল প্রতিকুল পরিস্থিতিতে ভোটকেন্দ্রে উপস্থিত থেকে সকল অপশক্তিকে মোকাবেলা করে ডা: শাহাদাত হোসেনকে মেয়র নির্বাচিত করতে ভুমিকা রাখবে।

স্বেচ্ছাসেবক দলের সাভাপতি এইচ এম রাশেদ খান এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আলী মর্তুজা খাঁনের পরিচালনায় অনষ্ঠিত পথসভায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয বিএনপির সদস্য মশিউর রহমান বিপ্লব, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, নগর স্বেচ্ছাসেবক দলের সি: সহ সভাপতি তোফাজ্জল হোসেন, সহ সভাপতি আসাদুজ্জমান দিদার, সাংগঠনিক সম্পদক জিয়াউর রহমান জিয়া, যুগ্ম সম্পাদক জমির উদ্দিন নাহিদ সহ ১৫টি থানা ও ৪৩ টি ওয়ার্ডের নেতৃবৃন্দ।

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print