t টেলিটকের কর্মীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু – পাঠক নিউজ

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

টেলিটকের কর্মীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

teletalk
.

দেশের একমাত্র সরকারি মুঠোফোন অপারেটর টেলিটকের কর্মীরা বেতন-ভাতা বাড়ানোর দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন ।

সোমবার সকাল থেকে তাঁরা এ কর্মসূচি শুরু করেন। গুলশানের রাজউক ভবনে টেলিটকের প্রধান কার্যালয়ে টেলিটক এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই কর্মসূচি চলছে।

অ্যাসোসিয়েশনের সভাপতি আবু রায়হান মো. আল কাউসার বলেন, ‘এক বছরের বেশি সময় ধরে অন্য সরকারি প্রতিষ্ঠানের মতো আমরা বেতন শতভাগ বাড়ানোর জন্য দাবি জানিয়ে আসছিলাম। কিন্তু কর্তৃপক্ষ শুরু থেকেই এ নিয়ে টালবাহানা করছে। তাই বাধ্য হয়ে আমাদের কর্মবিরতিতে যেতে হয়েছে।’

গত ২১ আগস্ট টেলিটকের কর্মীরা একই দাবিতে কর্মবিরতিতে যান। তখন ওই দাবি বাস্তবায়নের বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আন্দোলন প্রত্যাহার করে নেন তাঁরা। প্রতিমন্ত্রীর সিদ্ধান্তে বিভিন্ন পর্যায়ের কর্মীদের শতভাগ পর্যন্ত বেতন বাড়ানোর উদ্যোগ নিতে বলা হয়। টেলিটকের কর্মীরা বলছেন, সেই সিদ্ধান্ত এখনো পর্যন্ত বাস্তবায়ন করা হয়নি।

সরেজমিনে দেখা গেছে, রাজউক ভবনের নিচতলায় টেলিটকের তিন শয়েরও বেশি কর্মী কর্মবিরতির প্রতি সমর্থন জানিয়ে অবস্থান নিয়েছেন। টেলিটক কার্যালয়ের কাজকর্ম কার্যত বন্ধ রয়েছে। গুলশানে প্রতিষ্ঠানটির গ্রাহক সেবা কেন্দ্রে গিয়ে দেখা গেছে, সেখানে সেবা দেওয়ার কেউ নেই।

টেলিটকে বর্তমানে সাড়ে পাঁচ শ স্থায়ী কর্মী রয়েছেন।

একজন কর্মকর্তা বলেন, ‘এভাবে কর্মবিরতি আমরা পালন করতে চাই না। কিন্তু বাধ্য হয়ে আমাদের আন্দোলনে যেতে হয়েছে। এভাবে চলতে থাকলে আগামী দুই-একদিনের মধ্যে টেলিটকের কার্যক্রম পুরোপুরি অচল হয়ে পড়বে।’

টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আহমেদকে তাঁর কার্যালয়ে পাওয়া যায়নি। পরে তাঁর মুঠোফোনে ফোন দেওয়া হলে তিনি ধরেননি।

 

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print