
চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার পাহাড়তলী বাজার এলাকায় পারিবারিক কলহের জেলে বিষপান করে আত্মহত্যা করেছে এক গৃহবধু। নিহতের নাম সুমি আক্তার (২৩)। মঙ্গলবার ভোর রাতে এ ঘটনা ঘটে।
নিহত সুমি পাহাড়তলী বাজারের মাদ্রাসা রোডের সাজ্জাদ হোসেনের স্ত্রী। কুমিল্লার লাকসাম উপজেলার সালাউদ্দিনের মেয়ে সে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির নায়েক হামিদ বলেন, সুমি তার স্বামী সাজ্জাদের সাথে অভিমান করে বিষপান করে। তাকে মুমুর্ষ অবস্থায় ভোর ৪টায় মেডিকেলে নিয়ে আসালে ডাক্তার মৃত ঘোষনা করে।