t সীতাকুণ্ডে নিজ উদ্যোগেই কয়েকটি গ্রাম “লকডাউন” করলো এলাকাবাসী – পাঠক নিউজ

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীতাকুণ্ডে নিজ উদ্যোগেই কয়েকটি গ্রাম “লকডাউন” করলো এলাকাবাসী

খুঁটি গেঁড়ে বন্ধ করে দেয়া হয়েছে গ্রামে প্রবেশ পথ।

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

ভাটিয়ারীতে খুঁটি গেঁড়ে বন্ধ করে দেয়া হয়েছে গ্রামে প্রবেশ পথ।

মহামারি করোনাভাইরাস বিশ্বের উন্নত দেশ থেকে শুরু করে বাংলাদেশের গ্রামেগঞ্জেও ছড়িয়ে পড়েছে। প্রতিদিন জ্যামিতিক হারে বাড়ছে আক্রান্ত ও মৃত্যু সংখ্যা। করোনাভাইরাস ছোবলে শহর থেকে গ্রাম আজ নিস্তব্ধ নিতেজ। সর্বত্র আতঙ্ক ও উদ্বেগ। সহা এ দুর্যোগ থেকে বাঁতে সবাই আজ সর্তক জীবন যাপন করছে।

এ অবস্থায় করোনাভাইরাস ঠেকাতে প্রশাসনের পাশাপাশি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী, সোনাইছড়ি, ছলিমপুর ইউনিয়নের কয়েকটি গ্রাম ‘স্বেচ্ছায়’ লকডাউন করে দিয়েছে এলাকার সচেতন জনগণ।

সোনাইছড়ি ইউনয়ন পরিষদ রোড়।

স্বেচ্ছায় লক ডাউন করা কয়েকটি গ্রাম হল-উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ইমাম নগর ৮নং ওয়ার্ড, ভাটিয়ারী ইউনিয়নের ৪নং ওয়ার্ড, ছলিমপুর ইউনিয়নের ওভারব্রীজ, ফকিরহাট, সোনাইছড়ি ইউনিয়নের গামারীতলা, দক্ষিণ সোনাইছড়ির বোর্ড অফিস রোড়, শীতলপুর, বগুলাবাজার।

যদিও এসব এলাকার কারও শরীরে এখনও করোনাভাইরাসের উপসর্গ দেখা যায়নি। তবুও আগাম সতর্কতা হিসেবে এই ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

ইমামনগর।

তারা জানান, বর্তমানে দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তাই নিজেদের রক্ষার স্বার্থে আমরা আমাদের গ্রাম দু’টি লকডাউন করে দিয়েছি। ফলে এই গ্রাম দুটিতে বাইরে থেকে কেউ প্রবেশ করতে পারছে না। আর এখানকার বাসিন্দারাও একান্ত প্রয়োজন ছাড়া গ্রামের বাইরে যাচ্ছেন না।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে ওই গ্রামের সচেতন যুবকরা গ্রামের প্রবেশপথে বাঁশের প্রতিবন্ধকতা ও রাস্তায় গাছের গুঁড়ি ফেলে সেখানে নোটিস টাঙিয়ে দিয়েছেন।

তাতে লেখা আছে ‘প্রশাসন ও জনপ্রতিনিধি ছাড়া বহিরাগতদের গ্রামে প্রবেশ নিষেধ।

কদমরসূল গ্রাম্য সড়ক।

ইমামনগর গ্রামের ৮নং ওয়ার্ডের ইউপি মেম্বার আলমগীর হোসেন মাসুম জানান, ‘গ্রামের আড্ডা দেয়ার জন্য প্রতিদিন অনেক বহিরাগত যুবক এখানে আসে। তাদের এ বেপরোয়া চলাফেরায় গ্রামে করোনা ঝুঁকি এড়াতেই সচেতন গ্রামবাসী এ উদ্যোগ নিয়েছেন।

ভাটিয়ারী ৪নং ওয়ার্ড এর বাসিন্দা মোহাম্মদ ফারুক জানান, ‘করোনা সতর্কতায় আমাদের গ্রামে বহিরাগতদের প্রবেশে ঠেকাতে গ্রামবাসী যে উদ্যোগ নিয়েছেন তা নিঃসন্দেহে অনেক ভালো। আর এটি দেখে অন্যরাও অনেক সচেতন ও উদ্বুদ্ধ হবেন।’

এ বিষয়ে ভাটিয়ারী ইউনিয়নের চেয়ারম্যান নাজিম উদ্দিন বলেন, ‘সচেতন গ্রামবাসী নিজেদেরকে করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচাতে যে উদ্যোগ নিয়েছেন তা প্রশংসনীয়।

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print