
নদীর ধারে কয়েক হাজার পাখি একসঙ্গে উড়ছে। দেখলে মনে হবে কালো ঘূর্ণিঝড় উঠেছে। প্রথমে অনেকে ভয় পেলেও পরে বোঝা গেল আসলে পাখিরা উড়ছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। জানা গেছে, দৃশ্যটি ভারতের গুজরাটের।
ভিডিওটি একজন শেয়ার করে লিখেছেন, একসঙ্গে অনেক পাখি উড়ছে। যা দেখে ঝড় মনে হলেও আতঙ্কের কিছু নেই!
