t “সরকারের অব্যবস্থাপনার কারনে হাসপাতালগুলোতে অমানবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে” – পাঠক নিউজ

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

“সরকারের অব্যবস্থাপনার কারনে হাসপাতালগুলোতে অমানবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে”

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সরকারের অব্যবস্থাপনার কারনে হাসপাতালগুলোতে অমানবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় সরকারের অব্যবস্থাপনার কারনে হাসপাতালগুলোতে অমানবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আজ ১৬ এপ্রিল বৃহস্পতিবার বিকালে চট্টগ্রামের ৫ টি বেসরকারি হাসপাতালে ড্যাব ও জিয়াউর রহমান ফাউন্ডেশন চট্টগ্রাম শাখার পক্ষ থেকে পিপিই বিতরনকালে নগরীর ইউএসটিতে আয়োজিত এক অনুষ্ঠানে স্কাইপেতে যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন।

আমীর খসরু বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত হলে হাসপাতালগুলোতে পর্যাপ্ত কোনো চিকিৎসার ব্যবস্থা নেই। যে হাসপাতালগুলোতে চিকিৎসার কথা বলা হচ্ছে সে হাসপাতালগুলোতে আসলে কোনো চিকিৎসা নাই। হাসপাতালের যারা নার্স আছেন তাদের খাবারের কোনো ব্যবস্থা নাই। এই যে চরম অব্যবস্থাপনা তৈরি হয়েছে তার একটা মাত্র কারণ হচ্ছে- সরকারের চরম অবহেলা এবং অজ্ঞতা অথবা সেই মানসিকতাই তাদের তৈরি হয়নি কিভাবে এই জিনিসটাকে মোকাবিলা করতে হয়।

.

তিনি আরও বলেন, বর্তমানে একটা ভয়াবহ অমানবিক পরিস্থিতি বিরাজ করছে। সারাদেশের চিকিৎসকগগণ তাদের জীবনের ঝুকি নিয়ে করোনা রোগিদের সেবা দিয়ে যাচ্ছেন। কিন্তু সরকার চিকিৎসকদের নিরাপত্তার জন্য পর্যাপ্ত পিপিই দিতে পারেনি। ইতিমধ্যে দুইজন চিকিৎসক করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। আমরা এই অবস্থা থেকে বেরুনোর জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছি। আসুন আজকে আমরা যে যেখানে আছি, যেভাবে পারি আমরা যেন মানুষের জন্যে এই চরম দুর্দিনে তাদের পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল ইউএসটিসি, মা শিশু ও জেনারেল হাসপাতাল, ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, সাউদার্ণ মেডিকেল কলেজ, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজে পিপিই প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারন সম্পাদক আবুল হাসেম বক্কর, সিঃ সহ সভাপতি আবু সুফিয়ান,সাবেক সাধারন সম্পাদক একরামুল করিম, ড্যাব চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখার সভাপতি অধ্যাপক ডা. মো: জসিম উদ্দিন, ড্যাব চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. তমিজ উদ্দীন আহমেদ মানিক, ডা. মো: আবুল কালাম,ডা. কামরুন নাহার দস্তগীর, ড্যাব চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি ডা. মো: আব্বাস উদ্দীন, ড্যাব মেডিকেল শাখার সাধারন সম্পাদক ডা. মো: ফয়েজুর রহমান, ড্যাব জেলা শাখার সাধারন সম্পাদক ডা. বেলায়েত হোসেন ঢালী, ডা. মিনহাজুল আলম, ডা, রানা চৌধুরী, ডা. ফাহিম উদ্দীন, ডা, মোঃ তারেক। পিপিই পুরো সমন্বয় করেন চট্টগ্রাম মহানগর বিএনপির স্বাস্হ্য বিষয়ক সম্পাদক ডা. এস এম সারোয়ার আলম।-প্রেসবিজ্ঞপ্তি

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print