
করোনা লক্ষণ নিয়ে চট্টগ্রামে ফৌজদারহাট বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) এর আইসোলেশনে থাকা এক বৃদ্ধার (৫৬) মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রাম নগরের সাগরিকা এলাকার বাসিন্দা।
আজ রোববার (১৯ এপ্রিল) সকাল সাড় সাতটার দিকে তার মৃত্যু হয়। তবে চিকিৎসকরা জানিয়েছে করোনার লক্ষণ ছাড়া এই ব্যাক্তির অন্য কোন রোগ ছিল না।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি পাঠক ডট নিউজকে বলেন, গতকাল বিকেলে সর্দি, কাশি ও শ্বাসকষ্টে নিয়ে এক বৃদ্ধা হাসপাতালে ভর্তি হয়। ভর্তির পর পরই নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষার পর জানানো যাবে করোনা আক্রান্ত কিনা।
এদিকে করোনা আক্রান্ত হয়ে গত ১৫ দিনের চট্টগ্রামে ৫ জনের মৃত্যু হয়েছে। এসময় ফৌজদারহাটস্থ বিআইটিআইডিতে গতকাল শনিবার পর্যন্ত ১৩৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে চট্টগ্রামে ৩৫ জনসহ এ পর্যন্ত মোট ৬০ জন রোগী শনাক্ত হয়েছে।