t কর্মহীন মানুষের পাশে দীন মোহাম্মদ ফাউন্ডেশন – পাঠক নিউজ

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কর্মহীন মানুষের পাশে দীন মোহাম্মদ ফাউন্ডেশন

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবজনিত কারনে কর্মহীন হয়ে পড়া ৪০০ হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছে দীন মোহাম্মদ ফাউন্ডেশন নামের একটি সামাজিক প্রতিষ্ঠান।

ফাউন্ডেশনের সাধারন সম্পাদক ও প্রধান পৃষ্টপোষক ইঞ্জিনিয়ার ও নায়ক আসিফ মোহাম্মদ নূরের উদ্যোগে সম্প্রতি হোসেন্দী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে হোসেন্দী ইউনিয়নের ৪০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রি বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রীর পাশাপাশি সচেতনতামূলক লিফলেট, মাক্স ও হেন্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। এছাড়াও ফাউন্ডেশনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদ হাসানের হাতে ৩০০ টি সুরক্ষা পোষাক তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন দীন চক্ষু হাসপাতাল, কিশোরগঞ্জের পরিচালক রফিকুল হক টিটু, জেলা ছাত্রলীগের সাবেক সহ: সাধারণ সম্পাদক এসএম মহিবুল্লাহ পিয়াস, ইউপি সদস্য রোমান মিয়া প্রমুখ।

ফাউন্ডেশনের সাধারন সম্পাদক ও প্রধান পৃষ্টপোষক ইঞ্জিনিয়ার আসিফ মোহাম্মদ নূর জানান, প্রাণঘাতী করোনা ভাইরাস সংকট মোকবেলায় এ মানবিক সহায়তা অব্যাহত থাকবে।

এদিকে কিছুদিন আগে এক ভিডিও বার্তায় আসিফ নূর বলেন, আমাদের দেশ তথা সারা বিশ্ব একটা অদৃশ্য শত্রুর সাথে যুদ্ধ করে যাচ্ছে। এই শত্রুর নাম করোনা ভাইরাস। এই করোনা ভাইরাসের যুদ্ধে সারা বিশ্বের মানুষ অংশ গ্রহণ করেছেন। সবাই এখন গৃহবন্দি। কেউ বের হতে পারছে না। তবে আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা চাইলেই গৃহবন্দি থাকতে পারছেন না। তারা দিন আনে দিন খায়। এই দুঃসময়ে অনেকেই তাদের পাশে এসে দাঁড়িয়েছে।

তিনি আরো বলেন, আমার একটি ফাউন্ডেশন আছে তার মাধ্যমে নিম্নআয়ের মানুষের পাশে সামর্থ্য অনুযায়ী দাঁড়িয়েছি। তবে ত্রাণ বিতরণের নামে যদি জনসমাগম করি তাহলে উপকারের চেয়ে ক্ষতি হচ্ছে বেশি। প্রত্যেক কে সচেতনার সাথে ত্রাণ বিতরণ করতে হবে। সকল নিয়মকানুন মেনে চলতে হবে। সবাই এই যুদ্ধের সৈনিক। প্রত্যকে নিজ নিজ বাসায় অবস্থান করেই এই যুদ্ধ চালিয়ে যাবেন। সবাই সচেতন হয়েই সাহায্য করবেন। আমরা সবাই সরকারের দিক নির্দেশনা মেনে চলব। তাহলেই এই যুদ্ধে আমরা বিজয়ী হতে পারব। আর একটি কথা বলতে চাই যে, সকলের কাছে অনুরোধ আমরা যেন গুজব থেকে দূরে থাকি। এবং আমরা যখনই কোনো সংবাদ পড়ি তা যেন সঠিক বস্তুনিষ্ঠ সংবাদ মাধ্যম থেকে পড়ি।

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print