t করোনা জয় করে আজ বাড়ী ফিরল ১০ মাসের শিশু আবির (ভিডিও) – পাঠক নিউজ

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

করোনা জয় করে আজ বাড়ী ফিরল ১০ মাসের শিশু আবির (ভিডিও)

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

মহামারী করোনাভাইরাস জয় করে সুস্থ হয়ে উঠেছেন চট্টগ্রামে ১০ মাসের শিশু আবির। ১১দিন হাসপাতালে চিকিৎসা শেষে আজ শনিবার বাড়ী ফিরেছে শিশু আবির। একই দিন একজন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়াছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। শিশু আবির জেলার চন্দনাইশ উপজেলার তিন নম্বর ওয়ার্ডের পূর্ব জোয়ারা এলাকার বাসিন্দা। তার পিতা প্রবাসে আছেন। মায়ের সাথে হাসপাতালে ছিল শিশু আবির।

চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি পাঠক ডট নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ শনিবার (২ মে) দুপুরে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল থেকে ১০ মাস বয়সী শিশু আবিরকে ছেড়ে দেয়া হয়েছে। সে এখন পুরো পুরি সুস্থ্। তার দুইবার পরিক্ষায় করোনা নেগেটিভ রিপোর্ট আসার পর আমরা তাকে বাড়ী চলে যেতে ছাড়পত্র দিয়েছি। এছাড়া ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) থেকে ৫৭ বছর বয়সী মোহাম্মদ ইদ্রিস সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। তার বাড়ী মহানগরীর উত্তর কাট্টলী এলাকায়।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ বলেন, গত ২১ মার্চ রাতে করোনা শনাক্ত হওয়ার পর শিশুটিকে জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয় আজ সকাল থেকে হাসপাতালের শিশু বিশেষজ্ঞ চিকিৎসকগণ চেকআপ করেছে। শিশুটি পুরোপুরি সুস্থ রয়েছে।

আজ শনিবার দুপুরে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়। বিকেলে হাসপাতাল থেকে বাড়ি ফিরবেন। আগামী ১৪ দিন তাকে হোম কোয়ারান্টাইনে থাকতে বলা হয়েছে। এছাড়া শিশুর মায়ের করোনাভাইরাস (কোভিড-১৯) নমুনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট আসে। পরপর দুটি টেস্টের রিপোর্ট নেগেটিভ আসায় তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ্য করেন।

তবে এ শিশুটি কিভাবে করোনাভাইরাসে আক্রান্ত হল সে বিষয়টি রহস্যই থেকে গেছে। পরিবার এবং চিকিৎসক কেউ তার করোনা আক্রান্ত হওয়ার রহস্য উম্মোচন করতে পারেনি। শিশুটির মা রুমা আক্তার জানায় তার পরিবারে কোন সদস্য বিদেশ ফেরত নেই। শিশুটির বাবা প্রবাসী হলেও তিনি গত এক বছর দেশে ফিরেন নি। এমন কি এলাকার কারো সংস্পর্শে যায়নি শিশুটি। আত্মীয় সজ্বনদের মধ্যে তারো সংক্রামক নেই।

প্রসঙ্গত: চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত ১০ মাসের শিশু আবিরসহ এ নিয়ে করোনার চিকিৎসা দেওয়া দুটি হাসপাতাল থেকে মোট ২০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print