
অবশেষে একমাত্র করোনা মুক্ত জেলার তকমা হারালো পাহাড়ি জেলা রাঙ্গামাটি। প্রথমবারের মতো রাঙামাটিতে করোনাভাইরাসে (কোভিড-১৯) ৪ জন আক্রান্ত হয়েছেন।
আজ বুধবার (৬ মে) চট্টগ্রাম ভেটেরেনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে নমুনা পরীক্ষায় তাদের করোনা পজেটিভ আসে।
রাঙামাটির সিভিল সার্জন ডঃ বিপাশ খীসা পাঠক ডট নিউজকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন যে, আমাদের কাছে এই ৪টি পজিটিভ রিপোর্টই এসেছে, বাকি রিপোর্টগুলো পেন্ডিং আছে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, আক্রান্তের ৪ জনই রাঙামাটি শহরেরই বাসিন্দা। এর বেশিকিছু তিনি বলতে রাজী হননি।