ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

হাটহাজারীতে ত্রাণ নিয়ে বিরোধ: আ’লীগ নেতাকে পিটিয়ে হত্যা

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের হাটহাজারীতে এক আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত বখতিয়ার শিকদার (৪৮) উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে জানাগেছে।

বুধবার (০৬ মে) দিবাগত রাতে গড়দুয়ারা ইউনিয়নের শিকদার মসজিদের পাশে এ ঘটনা ঘটে। নিহত বখতিয়ার শিকদার গড়দুয়ারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে। তিনি ঐ এলাকার মনির আহমদের ছেলে।

স্থানীয় সুত্রে জানাগেছে, ত্রাণ বণ্টনের অনিয়ম নিয়ে কথাকাটাকাটির জেরে বখতিয়ার শিকদারকে  কিল-ঘুষি দিয়ে হত্যা করা হয়েছে।

নিহতের বড় ভাই গড়দুয়ারা ইউনিয়নের ৭নং ওয়ার্ড ইউপি সদস্য মো. লোকমান বলেন, আমার ছোট ভাই গড়দুয়ারা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ত্রাণ বিতরণ কমিটির সচিব।

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে সিকদার বাড়ি মসজিদ সংলগ্ন এলাকায় একই ওয়ার্ডের সৈয়দ আহসান উল্লাহ মিয়াজি বাড়ির আবদুল হালিমের ছেলে মো. রানা (২৮) তাদের এলাকায় সঠিকভাবে ত্রাণ বিতরণ হচ্ছে না এমন অভিযাগ করে।

এ সময় ওই স্থানে উপস্থিত নিহত বখতিয়ার সিকদার অভিযোগকারী যুবক রানার বক্তব্যে আপত্তি জানায়। একপর্যায়ে উভয়ের মধ্যে কাথা কাটাকাটি শুরু হলে স্থানীয় এলাকাবাসীর উপস্থিতিতে বিষয়টি মীমাংসা হয়ে যায়।

উক্ত এলাকার বাসিন্দা যুবলীগ নেতা তারিকুল কালাম তুহিন জানান, বুধবার বিকাল ৫টার দিকে আগের দিনের কথাকাটাটির জেরে রানাসহ আরও ২-৩ জন বখতিয়ার সিকদারকে একা পেয়ে কিল-ঘুষি দিতে থাকে। তাকে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম জানান, তুচ্ছ ঘটনা নিয়ে কথাকাটাটির জের ধরে একই এলাকার যুবক রানা ও মুন্নাসহ আরও ২-৩ জনের কিল-ঘুষিতে আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

হাটহাজারীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম জানান, ৩ থেকে ৪জন লোক বখতিয়ার শিকদারকে চড়, লাথি, ঘুষি মেরে পিটিয়ে হত্যা করেছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করা হচ্ছে।

সর্বশেষ

০৯ নং ওয়ার্ড জাসাস কমিটি অনুমোদিত

বাংলাদেশের রাজনীতিতে ৪৭ বছর ⦿বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print