
বিগত ২৪ঘন্টায় চট্টগ্রামে ম্যাজিস্ট্রেট, থানার ওসি,সাংবাদিক, চিকিৎসকসহ ৭৯ জনের শরীরে করোনার ভাইরাস সনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭১৬ জন। এক পুলিশ সদস্যসহ মৃত্যু হয়েছে ৩২ জনের।
শনিবার ৩টি ল্যাবে ৫০৪ টি নমুনা পরীক্ষায় চট্টগ্রাম মহানগর ও জেলার ৫ উপজেলায় মোট ৭৯ জনের শরীরে করোনাভাইরাস সনাক্ত হয়।এদের মধ্যে নগরীরতে ৫৪ জন আর জেলায় ২৫জন।
নমুনা পরীক্ষায় চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (আরডিসি) নাজমুন নাহার করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন শনিবার।
করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শরীফুল ইসলাম।
এছাড়াও শনিবার চার চিকিৎসকের করোনা সনাক্ত হয়। আক্রন্ত চিকিৎসকদের দুজনের নন্দনকানন,একজন দক্ষিণ নালাপাড়া এবং অপরজন আগ্রাবাদ এলাকার বাসিন্দা।
এদিকে শনিবান করোন আক্রান্ত হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন চট্টগ্রাম অফিসে কর্মরত সাংবাদিক রিটন।এনিয়ে চট্টগ্রামে তিনজন সাংবাদিক করোনা আক্রান্ত হলো।
