t ডাক্তার নার্স ছাড়াই চলছে সিএসসিআর-ন্যাশনাল হাসপাতালের চিকিৎসা সেবা – পাঠক নিউজ

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ডাক্তার নার্স ছাড়াই চলছে সিএসসিআর-ন্যাশনাল হাসপাতালের চিকিৎসা সেবা

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামে আজ দুটি বেসরকারি হাসপাতাল ঘুরে সাধারণ রোগীদের চিকিৎসা দেয়ার বেহাল চিত্র দেখে ক্ষোভ জানিয়েছেন নগর ছাত্রলীগের নেতৃবৃন্দ।

বেসরকারি হাসপাতালে রোগীদের চিকিৎসা পরিস্থিতি মনিটরিং কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার (৫ জুন) নগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরের নেতৃত্বে ন্যাশনাল হাসপাতাল ও সিএসসিআর হাসাপাতাল পরিদর্শন করেছে নগর ছাত্রলীগের প্রতিনিধি দল।

এসময় দুই হাসপাতালের কোথাও কোন ডাক্তার নার্সের দেখা পাননি বলে জানিয়েছেন হাসপাতাল ঘুরে আসা ছাত্রলীগ নেতারা। এমনকি দুই হাসপাতালে মোট ১৪ টি আইসিইউ সিট থাকলেও সবগুলোই বন্ধ করে রাখা হয়েছে দেখতে পান নেতারা।

.

নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর পাঠক ডট নিউজকে বলেন, ‘আমরা প্রথমে সিএসসিআরে গিয়েছি আজ। সেখানে কয়েকজন রোগী পেয়েছি আমরা। তবে তারাও অভিযোগ করছিলেন অনেক হয়রানির পর ভর্তি হয়েও কোন সেবা পাচ্ছেন না তারা। তাদের অভিযোহের বিষয়ে কথা বলার জন্য আমরা হাসপাতালটির দায়িত্বশীল কাউকে পাইনি। রিসেপশনে যারা ছিল তারা এই বিষয়ে কথা বলতে রাজি হয়নি।’

সিএসসিআরে কয়েকজন রোগী পাওয়া গেলেও ন্যাশনাল হাসপাতালে কজন ওয়ার্ডবয় আর একজন অফিস সহকারী ছাড়া কারও দেখা পায়নি নেতারা।

তিনি বলেন ‘ন্যাশনাল হাসপাতালে ৮ টি এবং সিএসসিআরে ৬ টি আইসিউ বেড রয়েছে। অথচ দুটি হাসপাতালেই আইসিইউ সেবা বন্ধ করে রাখা হয়েছে। ন্যাশনাল হাসপাতালে যে অফিস সহকারী ছিল তিনি আমাদের জানিয়েছেন রবিবার তাদের আইসিউ (ICU) চালুর বিষয়ে উদ্যোগ নেয়া হচ্ছে। তবে সিএসসিআরের রিসেপশনিস্ট আমাদের এই বিষয়ে কিছু জানাতে পারেননি।’

.

প্রতিনিধি দলে থাকা নগর ছাত্রলীগের সহ সম্পাদক সাব্বির সাকির জানান ‘হাসপাতালে কোন ডাক্তার নার্স না থাকলেও দুই হাসপাতালেই কোভিড রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে বলে দাবি করেছেন হাসপাতালে থাকা লোকজন।

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি অনুযায়ী ন্যাশনাল হাসপাতালে মোট ১৮ সিটের আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে। যেখানে এর মধ্যে ১৬ জন করোনা পজিটিভ রোগী ভর্তি আছেন। অন্যদিকে সিএসসিআরে ১২ সিটের আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে জানিয়ে তারা বলেছে সেখানে ৭ জন করোনা পজিটিভ রোগী ভর্তি আছে।’

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা শেখ বশির আহমেদ, নগর ছাত্রলীগের সহ সম্পাদক এম হাসান আলী, সদস্য মাহমুদুল হাসান বাবু, ছাত্রলীগ নেতা আবু সাঈদ মুন্না, আওরাজ ভূঁইয়া রনক, মোঃ জাহেদুল ইসলাম, ওয়াহিদ বিন ইউনুস, ইমরান হোসেন সাজেন, শাহ কামাল রিমন প্রমুখ।

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print