
করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে মারা গেলেন চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের সহকারী নিরাপত্তা কর্মকর্তা মোস্তফা কামাল (৪৬)।
আজ বুধবার (১৭ জুন বিকেল সাড়ে ৪টায় তিনি মারা যান।
চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক খলিলুর রহমান পাঠক ডট নিউজকে জানান, এক সপ্তা্হ যাবত জ্বরে ভুগছিলেন সহকারী নিরাপত্তা কর্মকর্তা মোস্তফা কামাল। তিনি সাধারণ জ্বর মনে করে জ্বরের ঔষধ খেয়েছেন। পরে তার শ্বাসকষ্টসহ অন্যান্য উপসর্গ দেখা দিলে গত ১৫ জুন তিনি করোনা বিশেষায়িত্ব ফিল্ড হাসপাতালে যান। সেখানে তাকে একঘন্টা অক্সিজেন সাপোর্ট দেয়ার পর অবস্থার অবনতি হলে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়। গতকাল থেকে তিনি জেনারেল হাসপাতালে আইসিইউতে ছিলেন। আজ বিকালে মারা যান। তিনি কোভিড-১৯ এ আক্রান্ত ছিলেন।
খলিলুর রহমান বলেন, মোস্তফা কামাল বিশ্ববিদ্যালয়ের হাটহাজারী ক্যাম্পাসের সহকারী নিরাপত্তা কর্মকর্তার দায়িত্বে ছিলেন। তিনি হাটহাজারীতে থাকতেন। তবে তার গ্রামের বাড়ী চাঁদপুরে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে ও মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তার মরদেহ গ্রামের বাড়ীতে নেয়া হচ্ছে।