
চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন গরীবুল্লাহ শাহ মাজারের সামনে ইউনিক মিনি বাসের ধাক্কায় এক বোবা কিশোর নিহত হয়েছে। তবে তার নাম পরিচয় জানা যায়নি।
আজ বৃহস্পতিবার দুপুর ১.২৫ মিনিটে মাজারের পাশে নগরীর একে খাঁন গামী ইউনিক বাস কিশোরটিকে পিছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে কিশোর মারা যায়। ধাক্কা দেওয়ার পরে গাড়িটি ঘটনাস্থল থেকে চলে যায়।
স্থানীয়রা জানায়, কিশোরটি অনেক দিন যাবত ঐ এলাকায় বসবাস করে আসছিল এবং ভিক্ষাবৃত্তি করতো।
পরে খুলশী থানা পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত গাড়িটি আটক করা যায়নি।