
চট্টগ্রাম মহানগরীর জুবলী রোড়, আকবরশাহ ও জেলার মীরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকায় টানা অভিযান চালিয়ে মোটরসাইকেল চোরচক্রের ৭ সদস্যকে গ্রেফতার করা সিএমপির কোতোয়ালী থানা পুলিশ। এসময় উদ্ধার করা হয়েছে ৪ টি মোটরসাইকেল।
আজ শনিবার বিকেলে কোতোয়ালী থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে সিএমপির কর্মকর্তারা এ তথ্য জানায়।
গ্রেফতার মোটরসাইকেল চোরচক্রের সদস্যরা হল-মেহেদী হাসান হৃদয় প্রঃ নয়ন (২২),সমীর কান্তি বনিক (২৮), মিজানুর রহমান প্রঃ সম্রাট (২৫), বেলায়েত হোসেন বাদশা প্রঃ বেলাল (২২), অনিক দেবনাথ(২১), রেজাউল করিম বাচ্চু (৪৫) ও মোঃ আসাদুজ্জামান (৩০)।
উদ্ধারকৃত ৪টি মোটরসাইকেলের বিবরণ হল- লালরংয়ের ডিকোভার 125ST মডেলের মোটর সাইকেল যাহার পিছনে নাম্বার প্লেট রেজি নং- ফেনী-হ-১২-০৪০৩ লেখা যাহার চেসিস নং- MD2A15B72DRB42990। কালো নীল পালসার মোটর সাইকেল যাহার নাম্বার প্লেট- রেজি নং-যশোর ল-১১-৩০৯৮, চেসিস নং MD2DHDH776CL14840। লাল কালো পালসার মোটর সাইকেল যাহার নাম্বার প্লেট- রেজি নং-চট্ট মেট্টো-ল-১৫-৫৫২৩, ইঞ্জিন নং-H1-098-10418-A। লাল সাদা YAMAHA ব্র্যান্ডের মোটর সাইকেল R-15 মডেলের মোটর সাইকেল যাহার রেজি নং-৩২-৭৮২৪।
সংবাদ সম্মেলনে কোতোয়ালী থানার অফিসার িইনচার্জ মোহাম্মদ মহসীন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরের জুবিলী রোড এলাকা থেকে মোটরসাইকেল চোর চক্রের মূলহোতা মেহেদী হাসান হৃদয় ও সমীর কান্তি বনিককে গ্রেফতার করা হয়। পরে নগরের আকবরশাহ সলিমপুর এলাকা থেকে একই চক্রের আরও দুই সদস্য মিজানুর রহমান সম্রাট ও বেলায়েত হোসেন বাদশাকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে মিরসরাইয়ের জোরারগঞ্জ থেকে চোরাই মোটরসাইকেল বিক্রেতা আসাদুজ্জামান, রেজাউল করিম বাচ্চু ও অনিক দেবনাথকে গ্রেফতার করে টিম কোতোয়ালী।’
তিনি বলেন, ‘আসামিরা বিশেষ চাবি (মাস্টার কি) ব্যবহার করে মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়। চুরির ক্ষেত্রে তারা অনেক সময় গাড়িতে লাগানো তালা বিশেষ কৌশলে ভেঙে ফেলে। চক্রের সদস্যরা শহর এলাকা থেকে চুরি করে গ্রামে চোরাই মোটরসাইকেলগুলো বিক্রি করে। অনেক সময় জাল কাগজ তৈরি করে পুরাতন মোটরসাইকেল বলে মানুষের কাছে বিক্রি করে। যিনি কেনেন তিনি চোরাই মোটরসাইকেল কি না এটাও জানতে পারেন না।”