
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. শের আলী (৩৫) নামে এক জলদস্যু নিহত হয়েছে। নিহত শের আলীর বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ১২টি মামলা রয়েছে র্যাব-৭ জানায়।
আজ শনিবার (২৫ জুলাই) ভোরের দিকে বাঁশখালীর সরল এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত শের আলী উপজেলার সরল ইউনিয়ন ২ নং ওয়ার্ড হাজিরখীল মইত্তা বাপের বাড়ি এলাকার হোসেন আহমেদর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান মামুন জানান, ঘটনাস্থল থেকে ২টি ওয়ান শুটারগান, ১ টি একনালা বন্ধুক, ১৩ রাউন্ড তাজা গুলি, ৪টি খালি খোসা উদ্ধার করা হয়েছে।
এলাকার বাসী জানায়, দীর্ঘদিন ধরে শের আলী জলদস্যুতা চালিয়ে আসছে এবং নানা ধরনের ডাকতিও করে আসছে। কথায় কথায় অবৈধ অস্ত্রের মুখে জিম্মি করে রাখত এলাকার জনগণকে। এখন এলাকার মানুষ শান্তিতে ঘুমাতে পারবে।