
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নুর বেগম (৬০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ শনিবার বিকালে পৌরসদরের পন্থিছিলা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত নুর বেগম উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের পূর্ব লালানগর গ্রামের মনছুর ভূঁইয়া বাড়ির আবুল মনছুর ভূঁইয়ার স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার বারৈয়াঢালার ইউপি চেয়ারম্যান মোঃ রেহান উদ্দিন রেহান।
জানা যায়, নুর বেগম পন্থিছিলা এলাকায় মেয়ের বাড়িতে বেড়াতে আসেন। সেখান থেকে শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে নিজ বাড়িতে ফিরে যাওয়ার উদ্দেশ্যে পন্থিছিলা বাজার এলাকায় মহাসড়কে আসেন। বিকাল সাড়ে ৪টার দিকে পন্থিছিলায় মহাসড়কের আইলেনের উপরে গিয়ে দাড়ানো অবস্থায় ঢাকামুখী একটি কন্টেইনার লরি নিয়ন্ত্রন হারিয়ে গিয়ে তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যাবার পথে তার মৃত্যু হয়।