
বিশিষ্ট মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) লতিফুল আলম চৌধুরী চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম সেনানিবাসে (সিএমএইচ) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)।
মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) লতিফুল আলম চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য প্রফেসর ডা. শিরিন আখতারের স্বামী।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দিবাগত রাত ১টা৩০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ভিসি প্রফেসর ডা. শিরিন আখতারের পারিবারিক সুত্র মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে আজ বুধবার (২৯ জুলাই) বেলা ১১টায় মরহুমের প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হবে চট্টগ্রাম ক্যান্টনমেন্টে। এরপর বাদ জোহরের নগরীর গরিবুল্লাহ শাহ এলাকায় দ্বিতীয় নামাজে জানাজা শেষে সেখানে দাফন করা হবে বলে জানাগেছে।
				
								
								
								