t ওসি প্রদীপ ও ইন্সপেক্টর লিয়াকতসহ ৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের – পাঠক নিউজ

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ওসি প্রদীপ ও ইন্সপেক্টর লিয়াকতসহ ৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

টেকনাফের থানার বির্তকিত ওসি প্রদীপ কুমার দাশ ও ইন্সপেক্টর লিয়াকত আলীসহ ৯ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের হয়েছে।

কক্সবাজারের বাহারছড়া পুলিশ ফাঁড়ির কাছে সেনা বাহিনীর অবসর প্রাপ্ত তরুণ অফিসার সিনহা মোহাম্মদ রাশেদ খানকে গুলি হত্যার অভিযোগে আজ এ মামলা দায়ের করে নিহত সিনহার পরিবার।

মামলায় উল্লেখিত ৯ আসামীরা হলেন- ১ নম্বর আসামি চট্টগ্রামের পটিয়া উপজেলার পূর্ব হুলাইন গ্রামের বাসিন্দা ও টেকনাফ থানাধীন বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলী (৩১), ২ নম্বর আসামি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারুয়ারতলীর বাসিন্দা ও টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার সাহা (৪৮), ৩ নম্বর আসামি উপপরিদর্শক (এসআই) নন্দদুলাল রক্ষিত; ৪ নম্বর আসামি পুলিশ কনস্টেবল সাফানুর রহমান; ৫ নম্বর আসামি পুলিশ কনস্টেবল কামাল হোসেন. ৬ নম্বর আসামি পুলিশ কনস্টেবল আবদুল্লাহ আল মামুন, ৭ নম্বর আসামি সহকারী উপপরিদর্শক (এএসআই) লিটন মিয়া, ৮ নম্বর আসামি টুটুল এবং ৯ নম্বর আসামি পুলিশ কনস্টেবল মো. মোস্তফা।

মামলার আর্জিতে ১০ জন সাক্ষীর নাম উল্লেখ করা হয়েছে। প্রয়োজনে আরো সাক্ষী উপস্থাপন করার কথাও লেখা আছে।

এর আগে আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা থেকে কক্সবাজার জেলা প্রশাসনের সামনে পৌঁছান শারমিন শাহরিয়া। পরে অ্যাডভোকেট মো. মোস্তফার চেম্বারে যান। তার সঙ্গে পরিবারের অন্য সদস্যরাও ছিলেন।

আজ বুধবার (৫ আগষ্ট) দুপুরের কক্সবাজার আদালতে হাজির হয়ে মেজর সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বাদী হয়ে কক্সবাজার চীফ জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট বিচারক তামান্না ফারাহ এর আদালতে এ মামলা দায়ের করা হয়েছে।

আদালত অভিযোগ আমলে নিয়ে র‌্যাব-১৫ কে তদন্তপূর্বক প্রতিবেদন জমা এবং টেকনাফ থানাকে হত্যা মামলা হিসেবে নথিভূক্ত করতে নির্দেশ দিয়েছেন।

আরও নিউজ: টাকা না দিলেই ক্রসফায়ার! ভয়ঙ্কর এক ওসির নাম প্রদীপ কুমার দাশ

বাদীর আইনজীবি মোহাম্মদ মোস্তফা পাঠক ডট নিউজকে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

আইনজীবী মো. মোস্তফা জানান, মামলাটি আদালত আমলে নিয়ে টেকনাফ থানাকে হত্যা মামলা হিসেবে রেকর্ড করার নির্দেশ দেন। পাশাপাশি সাত দিনের মধ্যে রেকর্ড করা হয়েছে কিনা তা আদালতকে অবগত করারও আদেশ দেয়া হয়েছে। মামলাটি র‌্যাব ১৫-এর কমান্ডার আজিম আহমেদকে তদন্ত করার নিদের্শ দিয়েছেন আদালত।

মামলায় প্রধান আসামী করা হয়েছে বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর লিয়াকত আলীকে। এছাড়া টেকনাফ থানার বির্তকিত ওসি প্রদীপ কুমার দাশকেও আসামী করা হয়েছে।

তার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বলেন,ওসির নির্দেশে আমার ভাই সিনহা মোহাম্মদ রাশেদ খানকে পরিকল্পিত ভাবে ইন্সপেক্টর লিয়াকত ও তার সহযোগিরা গুলি করে হত্যা করেছে।

এদিকে মেজর (অব.) সিনহা রাশেদের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি শুরু করেছে।

সিনহার মৃত্যুর ঘটনায় তার মা নাসিমা আক্তারকে ফোন করে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিন। রাশেদের বাড়ি যশোরের বীর হেমায়েত সড়কে। প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত স্পেশাল সিকিউরিটি ফোর্সেও (এসএসএফ) দায়িত্ব পালন করেছেন তিনি।

তার বাবা মুক্তিযোদ্ধা এরশাদ খান অর্থ মন্ত্রণালয়ের উপসচিব ছিলেন। ৫১ বিএমএ লং কোর্সে সেনাবাহিনীর কমিশন লাভ করেছিলেন সিনহা রাশেদ। পরে ২০১৮ সালে সৈয়দপুর সেনানিবাস থেকে স্বেচ্ছায় অবসর নেন।

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print