
মেজর সিনহা খুনের মামলায় চট্টগ্রামে গ্রেফতার বির্তকির্ত ওসি প্রদীপ কুমার দাশসহ ৯ আসামীকে কক্সবাজার আদালেত হাজির করা হয়েেছে।
আজ বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টায় সিএমপির গাড়ী বহর ওসি প্রদীপকে নিয়ে কক্সবাজার আদালেত হাজির হয়।
এদিকে শত শত খুন ও জুলুম নির্যাতেনর নায়ক ওসি প্রদীপকে দেখতে ও তার প্রতি ঘৃর্ণা জানাতে দুপুর থেকে আদালত প্রাঙ্গণে হাজির হয় হাজার হাজার উৎসূখ জনতা হাজির হয়েছে।

দেশপ্রেমিক সেনা বাহিনীর একজন নিরাপরাধ সাবেক মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান (৩৬) গুলি করে হত্যার মামলায় চট্টগ্রাম মহানগর পুলিশ আজ বৃহস্পিতবার দুপুরে ওসি প্রদীপ কুমার দাশকে গ্রেফতার করে এবং তাকে নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয় পুলিশ বহর।