
চট্টগ্রাম আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের বঙ্গোপসাগরের চরে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (১১আগষ্ট)সকাল সাড়ে এগারোটার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা বার আউলিয়া এলাকায় বঙ্গোপসাগরের চরের থেকে লাশটি উদ্ধার করে আনোয়ারা থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করছেন রায়পুর ইউপি চেয়ারম্যান জানে আলম।
জানতে চাইলে আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ বলেন উদ্ধার করা লাশটি পুরুষ ৪০-৪৫বয়সী আনুমানিক ৪-৫দিন ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।লাশের কোমরে একটি গামছা বাঁধা ছিল ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।এখনো পযন্ত লাশের পরিচয় শনাক্ত করা যায়নি।